ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দুই মেয়ে নিয়ে গলায় ফাঁস মায়ের, স্বজনদের সংঘর্ষ

জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

দুই মেয়ে নিয়ে গলায় ফাঁস মায়ের, স্বজনদের সংঘর্ষ

মা ও দুই মেয়ের লাশ উদ্ধারের সংবাদে এলাকাবাসীর ভিড়। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের পূর্ব লাড়ুয়া গ্রামে

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪ | ১৯:০১

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই শিশু সন্তানসহ ফাতেমা আক্তার সীমা (২৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সীমার দুই মেয়ের নাম– আরিফা (৪) ও আরিয়া (২)। এ ঘটনার জের ধরে ওই নারীর স্বজনের সঙ্গে শ্বশুরবাড়ির স্বজনের সংঘর্ষও হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ফরিদগঞ্জ থানা পুলিশ সীমার স্বামী আরিফকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আরিফ প্রবাসে থাকতেন। সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে জানতে পারেন, আরিফের স্ত্রী সীমা ও দুই মেয়ের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছিল।

পুলিশ জানায়, পরিবারটি অর্থনৈতিকভাবে সচ্ছল। তাদের সবার মধ্যকার বন্ধনও দৃঢ়। তবে আরিফের ভাষ্য, তাঁর স্ত্রী সন্দেহ করতেন তিনি অন্য কারও সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। যদিও এ বিষয়ে আরিফের বাড়ির কেউ বক্তব্য দিতে রাজি হননি।

সীমার বাড়ি পাশের হাইমচর উপজেলার আলগী গ্রামে। তাঁর বাবা মোস্তফা কোতোয়াল বলেন, সামাজিকভাবে ছয় বছর আগে আরিফের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। পরে আরিফ সংযুক্ত আরব আমিরাতের দুবাই চলে যান। মাসখানেক আগে তাঁর জামাতা বাড়ি ফেরেন। জামাতার সঙ্গে ঝগড়া-বিবাদ বিষয়ে তাঁর মেয়ে কখনো কিছু জানাননি।

এদিকে সীমা ও তাঁর দুই মেয়ের লাশ উদ্ধারের পর পুলিশের সামনেই আরিফের স্বজনের সঙ্গে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সীমার স্বজনরা। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের ভাষ্য, দুই মেয়ে ও মাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তাদের কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই নারীর স্বামী আরিফকে আটক করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

×