ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘সম্পর্ক ত্যাগের ক্ষোভে’ গৃহবধূকে হত্যা

‘সম্পর্ক ত্যাগের ক্ষোভে’ গৃহবধূকে হত্যা

প্রতীকী ছবি

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ১৬:৫৯

পঞ্চগড়ের দেবীগঞ্জে শাহনাজ পারভীন নামের এক গৃহবধূর লাশ তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মতিয়ারপাড়ায় হত্যার শিকার হন তিনি। বিয়েবহির্ভূত সম্পর্ক ত্যাগ করার জেরে তাঁর কথিত প্রেমিক রাজু এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ও স্বজনরা সন্দেহ করছেন।

 

নিহত শাহনাজ মতিয়ারপাড়ার এলাকার আব্দুল মজিদের স্ত্রী। মজিদ ঢাকায় কাজ থাকেন। ৬ বছর ও চার মাস বয়সী দুই সন্তান নিয়ে ওই এলাকার বাড়িতে থাকতেন শাহনাজ। 

 

স্থানীয় লোকজনের ভাষ্য, প্রতিবেশী রাজুর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল ওই নারীর। বিষয়টি নিয়ে এলাকার মাতবরদের সালিশ হয়। সেখানে শাহনাজ এই সম্পর্ক ত্যাগের ঘোষণা দেন। তবে রাজু সম্পর্ক চালিয়ে যেতে তাঁকে চাপ দিয়ে আসছিলেন। যদিও এতে রাজি হচ্ছিলেন না শাহনাজ।

 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঈদের জামাতে অংশ নিতে যান শাহনাজের স্বামী মজিদ। এই সুযোগে ঘরে ঢুকে রাজু ওই গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করে। শাহনাজের শ্বাসনালী কাটা ছিল। একই সঙ্গে পেটে আঘাতের চিহ্ন দেখা গেছে। এলাকাবাসী জানায়, হত্যার পর রাজুকে তাঁর বাসা থেকে পালাতে দেখেছে পাশে খেলতে থাকা দুই শিশু। এ জন্য তাকেই হত্যাকাণ্ডের জন্য সন্দেহ করা হচ্ছে। 

 

সংবাদ পেয়ে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) কনক কুমার দাস ও দেবীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় মরদেহের পাশ থেকে রক্তমাখা ছোরা উদ্ধার করে পুলিশ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×