ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঈদে ঘোরাঘুরি, সড়কে মৃত্যু তিন কিশোর-তরুণের

ঈদে ঘোরাঘুরি, সড়কে মৃত্যু তিন কিশোর-তরুণের

প্রতীকী ছবি

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ২০:৩৮

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদে বেড়াতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে তিন কিশোর-তরুণের। গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল (রমেক) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো ৩ জন। আজ বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ পৌর এলাকার সোনাহার-দেবীগঞ্জ সড়কের নতুনবন্দর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

এরা হলেন– উপজেলার দন্ডপাল ইউনিয়নের লোহাগাড়া সুপারিতলা এলাকার বাছের আলীর ছেলে কাউসার আলী (১৬) ও ইয়াকুব আলীর ছেলে সাব্বির হোসেন (১৭) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মজনু রহমানের ছেলে সাব্বির (২২)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, ঈদে ঘুরে বেড়ানোর জন্য ওই কিশোর-তরুণরা মোটরসাইকেলে করে বের হয়। একটি মোটরসাইকেলে খাঁপাড়া থেকে দেবীগঞ্জের দিকে আসছিলো তিন তরুণ। অপর একটি মোটরসাইকেলে আরও তিন তরুণ কালীগঞ্জের লোহাগারা থেকে নীলসাগরের দিকে যাচ্ছিল। নতুন বন্দর এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ৬ তরুণকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা চলার মধ্যেই কাউসার আলী মারা যায়। প্রাথমিক চিকিৎসা শেষে অন্যদের রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। পথে সাব্বিরের মৃত্যু হয়। এ ছাড়াও রংপুরে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান।

সাব্বিরের চাচাতো ভাই মনির বলেন, গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে রংপুরে নিয়ে যান তারা। সেখানে ভর্তি করার কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। 

ওই হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বরকত, জাকারিয়া ও সোহেল। এদের মধ্যে বরকতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম বৃহস্পতিবার রাত ৮টার দিকে সমকালকে বলেন, আনুষ্ঠানিকভাবে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। দেবীগঞ্জ হাসপাতাল থেকে কাউছারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 

আরও পড়ুন

×