ফুলবাড়ীতে বৈশাখী মেলায় উপচে পড়া ভিড়

দিনাজপুরের ফুলবাড়ীর উপশহর এলাকায় বৈশাখী মেলায় উপচে পড়া ভিড়। ছবি : সমকাল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ২২:৪১
দিনাজপুরের ফুলবাড়ীতে নেই পার্ক, বিকল্প কোনো মাধ্যম। স্থানীয়দের বিনোদনের পিপাসা মেটাতে এবার ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ সমন্বয় করে বৈশাখী মেলা আয়োজন করেছে পৌর কর্তৃপক্ষ। উপশহর এলাকায় পাঁচ দিনব্যাপী ঈদ আনন্দ পুনর্মিলনী ও বৈশাখী মেলা বৃহস্পতিবার (১১এপ্রিল) বিকেলে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ও পৌরমেয়র মাহমুদ আলম লিটন।
মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী মিরু, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর অলম প্রমুখ।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথি ও আয়োজকরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রথমদিন দুপুর থেকেই মেলা চত্বরে দর্শনার্থীর উপচে পড়া ভিড় দেখা যায়।
পৌরমেয়র মাহমুদ বলেন, পৌরসভার বাসিন্দাদের বিনোদনের কোনো স্থান নেই। তাই বছরের বিশেষ দিনগুলোতে পৌরবাসী পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে পারেন না। বিষয়টি বিবেচনা করে পৌর কর্তৃপক্ষ এই ক্ষুদ্র আয়োজন করে থাকে।
- বিষয় :
- ঈদুল ফিতর ২০২৪
- দিনাজপুর
- ফুলবাড়ী