কার্গো জাহাজডুবি: এক সপ্তাহ পর মিলল বাবুর্চির লাশ

রূপসা রেলসেতুতে ধাক্কা খেয়ে ডুবে যায় কার্গা জাহাজটি। ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪ | ১৯:৪১
খুলনার রূপসা নদীতে কার্গো জাহাজডুবির ঘটনায় নিখোঁজ বাবুর্চি আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরিদল। আজ রোববার বিকেলে প্রায় ৭৫ ফুট পানির নিচে ডুবে থাকা জাহাজের কেবিন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবুল কালামের বাড়ি পিরোজপুর সদর উপজেলায় বলে জানা গেছে। এর আগে ৯ এপ্রিল জাহাজের কেবিন থেকে গ্রিজার শাকায়েত মুন্সীর লাশ উদ্ধার করেছিল নৌ বাহিনীর ডুবুরিদল। তবে এখনও কার্গো জাহাজটি উদ্ধার সম্ভব হয়নি।
৭ এপ্রিল সকালে ১ হাজার ১৪০ মেট্রিক টন টিএসপি সার নিয়ে মোংলা থেকে যশোরের নওয়াপাড়ার দিকে যাচ্ছিলো এমভি টি এল এন ওয়ান নামের কার্গো জাহাজটি।
ওই জাহাজের কর্মীরা জানান, দুপুর ১২টার দিকে রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে যায় ওই কার্গো। এ সময় জাহাজে থাকা ১৩ কর্মীর মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠেন। তবে বাবুর্চি আবুল কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ হন। এদের মধ্যে শাকায়েতের লাশ ৯ এপ্রিল ও কালামের লাশ আজ উদ্ধার করা হলো।
- বিষয় :
- কার্গো জাহাজ
- লাশ উদ্ধার
- রূপসা
- খুলনা