ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঘরের মেঝেতে পুঁতে রাখা কঙ্কালটি কার 

ঘরের মেঝেতে পুঁতে রাখা কঙ্কালটি কার 

ছবি-সংগৃহীত

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ০৩:১৫

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বসতঘরের মেঝেতে মাটিতে পুঁতে রাখা অবস্থায় কঙ্কাল পাওয়া গেছে। এটি ছয় মাস আগে নিখোঁজ নারী রিজিয়া পারভীনের বলে দাবি করেছেন তাঁর ছেলে রাসেল গাজী। বাড়িটিকে পুলিশ পাহারায় রেখেছে। আইনি অনুমতির পর কঙ্কাল উত্তোলন করে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে চরমদ্দি ইউনিয়নের মধ্য কাটাখালী গ্রামে মৃত জয়নাল আবেদীনের বসতঘরে কঙ্কালটি পাওয়া যায়। জয়নালের স্ত্রী রিজিয়া পারভীন একা ওই ঘরে থাকতেন। তাঁর ছেলে রাসেল গাজী স্ত্রীসহ ঢাকায় থাকেন।

রাসেল জানান, ছয় মাস আগে তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ হয়। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। শনিবার বাড়িতে এসে ঘর তালা মারা দেখতে পান। ঘরের একাংশ ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে একটি অংশ লেপ ও কাঠের গুঁড়ির কিছু অংশ দিয়ে ঢাকা দেখে সন্দেহ হয়। সেগুলো সরিয়ে কবর সাদৃশ্য কিছু দেখতে পান। পরে মাটি খুঁড়ে লাশের সন্ধান পান।

রাসেল অভিযোগ করেন, প্রতিবেশী লালচাঁন তাঁকে ও তাঁর মাকে দেখে নেওয়া হুমকি দিয়েছিল। এ ঘটনার সঙ্গে লাঁলচান জড়িত থাকতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন তিনি। 

তবে লালচাঁন অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার সবাই জানে রাসেল গাজী টাকার জন্য প্রায়ই তার মাকে মারধর করত। সে তার মাকে হত্যা করে অন্যকে দায়ী করার চেষ্টা করছে। তিনিও এ ঘটনার নিরপেক্ষ তদন্ত চান। 

স্থানীয় গ্রাম পুলিশ শাহ আলম জানান, তারা দু’দিন ধরে কঙ্কালটি পাহারা দিচ্ছেন। কবে কখন কঙ্কালটি উত্তোলন করা হবে, তা তারা জানেন না। 

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, আইনি জটিলতার কারণে মৃতদেহ তুলতে বিলম্ব হচ্ছে। সেটি রিজিয়া পারভীনের কিনা, তা নিশ্চিত হতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে উত্তোলন করে ময়নাতদন্তে পাঠানো হবে। তা ছাড়া পুরো ঘটনার তদন্ত চলছে। শিগগিরই রিজিয়া পারভীন নিখোঁজ রহস্য উদঘাটন হবে। 

আরও পড়ুন

×