ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বন কর্মকর্তা হত্যায় পরিকল্পনাকারীসহ চারজন গ্রেপ্তার

বারবার অভিযান ও ডাম্পার জব্দ করায় হত্যা করে পাহাড়খেকোরা

বন কর্মকর্তা হত্যায় পরিকল্পনাকারীসহ চারজন গ্রেপ্তার

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ২০:২৮

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান হত্যার প্রধান পরিকল্পনাকারী কামাল উদ্দিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড ও কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দেশে তৈরি একটি রিভলবার ও ৮ রাউন্ড গুলি জব্দ করে র‌্যাব।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি জানান, গত ৩১ মার্চ ভোরে অভিযানে গেলে বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে পাহাড়ের মাটি বহনকারী ডাম্পার ট্রাকের চাপায় হত্যা করা হয়। এ ঘটনায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা উখিয়া থানায় মামলা করেন। তদন্তের ধারাবাহিকতায় সোমবার দুপুরে কামাল উদ্দিনকে সীতাকুণ্ড এবং তার সহযোগী হেলাল উদ্দিনকে উখিয়া কোটবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সোমবার রাতে র‌্যাবের আরেকটি দল কক্সবাজার সদরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-গুলিসহ জাহেদ হোসেন ও ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ভাড়াটে হিসেবে ডাকাতি, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানিয়েছেন– পাহাড়খেকো ও মাটি পাচারকারীর বিরুদ্ধে পরপর পাঁচটি অভিযান চালিয়ে বেশ কয়েকটি ডাম্পার ট্রাক জব্দ করেন বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। এ জন্য পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয়।

আরও পড়ুন

×