ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

ছবি: প্রতীকী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ১৯:৫২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার সীতাকুণ্ড রেলস্টেশন ও ভাটিয়ারী এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সীতাকুণ্ড রেলস্টেশনের অদূরে রেললাইনের পাশ থেকে মো. মান্নান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ। নিহত মান্নান ভোলা জেলার লালমোহন থানার মো. সিদ্দিকের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী বলেন, যুবকটি বৃহস্পতিবার রাতে রেলস্টেশন এলাকার শতাধিক গজ দূরে ট্রেনে কাটা পড়ে মারা যান। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ভোরে স্টেশনসংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

এদিকে শুক্রবার ভোরে ভাটিয়ারী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় নিহত হন বিপ্লব। তিনি উপজেলার জাহানাবাদ এলাকার জেলেপাড়ার কানু দাশের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য কামরুল আজম মানিক বলেন, বিপ্লব কিছুটা মানসিক ভারসাম্যহীন। সম্ভবত হাঁটার সময় ট্রেনের ধাক্কায় সে মারা যায়। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন

×