ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নদীতে যুবকের হাত বাঁধা লাশ

নদীতে যুবকের হাত বাঁধা লাশ

ফাইল ছবি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪ | ১৮:২৩

পটুয়াখালীর দশমিনায় নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) হাত বাঁধা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার উপজেলার রণগোপালদী ইউনিয়নের পাতারচর এলাকায় তেঁতুলিয়া নদী থেকে উদ্ধার করা হয় লাশটি।

হাজিরহাট নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আক্তার হোসেন জানান, পাতারচরে তেঁতুলিয়া নদীর তীরে লাশটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তারা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান। পরে দশমিনা থানা পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি কালো রঙের প্যান্ট পরা ছিলেন। শরীরের নানা অংশ পচে চেহারা বিকৃত হয়ে গেছে। যে কারণে পরিচয় শনাক্ত করা যায়নি।

দশমিনা থানার ওসি মো. নুরুল ইসলাম মজুমদার জানান, ময়নাতদন্তের জন্য লাশটি পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন। তাদের ধারণা, হত্যা করে ওই যুবককে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশের এসআই মো. মামুন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দশমিনা থানায় হত্যা মামলা করেছেন।
 

আরও পড়ুন

×