রামুতে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাবা-ছেলের

ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ১৩:৩৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ | ১৪:৩১
কক্সবাজারের রামুতে গর্জনিয়ায় সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- থোয়াংগাকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২) এবং তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)।
স্থানীয়রা জানান, অবৈধপথে মিয়ানমার থেকে আনা চোরাই গরু পাচার কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসী আবছারের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাবা-ছেলেকে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
তবে পুলিশ বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াংগাকাটা ঘোনারপাড়া এলাকা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তাদের মৃত্যুর কারণ জানতে চাইলে ওসি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।
- বিষয় :
- বাবা-ছেলে খুন
- বাবা-ছেলে
- রামু
- কক্সবাজার