চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

ইস্তিস্কার নামাজ পড়ছেন মুসল্লিরা। ছবি: সমকাল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ১৬:৩৩
তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনা করে চুয়াডাঙ্গায় ইস্তিস্কার নামাজ পড়েছেন মুসল্লিরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা নুরুদ্দীন ও মোনাজাত করেন হযরত মাওলানা বশির আহমেদ। ইস্তিস্কার নামাজ আরও দুদিন আদায় করা হবে বলে জানিয়েছে জেলা ওলামা পরিষদ।
এদিকে, মঙ্গলবার দুপুর ১২টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। প্রায় এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় ৪০-৪২ ডিগ্রির ওপরে তাপমাত্রা ওঠা-নামা করছে। চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রায় জনজীবন অসহনীয় হয়ে উঠেছে।
আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। এর তিন ঘণ্টা পর দুপুর ১২টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৪
ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ২৫ শতাংশ। দুপুর ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৬ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল ২৮ শতাংশ।