ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় মামলা

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় মামলা

ফাইল ছবি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ২৩:০১

দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার রাতে পৌর শহরের চিকাজানী এলাকায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার হাবিব নামে এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা করেছেন শিশুটির মা।

জানা গেছে, সোমবার সন্ধ্যার পর স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী (১০) নিজ বাড়িতে খেলাধুলা করছিল। মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে তাকে বাড়ির পাশের পরিত্যক্ত ভবনে ডেকে নিয়ে যায় হাবিব। কিছুক্ষণ ভিডিও দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় তার ডাক-চিৎকারে সেখানে ছুটে আসে শিশুটির মাসহ আশপাশের লোকজন। তবে লোকজনের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়ে অভিযুক্ত হাবিব।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘আমার মেয়ের জীবনের শুরুতেই একটা কলঙ্কের দাগ পড়ল। চিৎকার না দিলে ওই নরপশু আমার মেয়ের সর্বনাশ করত। আমি এর বিচার চাই।’

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শিশুটির জবানবন্দি নেওয়ার পর প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×