ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শ্রমিক লীগ নেতা হত্যা মামলায় বিএনপির ৫ নেতা জেলহাজতে

শ্রমিক লীগ নেতা হত্যা মামলায় বিএনপির ৫ নেতা জেলহাজতে

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ | ১৭:৪৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ | ১৭:৫৭

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বিএনপির ৫ নেতাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন এ নির্দেশ দেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম সুজন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পাটোয়ারী ও ইউনিয়ন ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন।

গত ২২ এপ্রিল একই মামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর খানকে জেলহাজতে পাঠান জেলা দায়রা জজ আদালত।

গত বছরের ২৯ আগস্ট বিএনপির ডাকা হরতালে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। ঘটনার তিন দিন পর শ্রমিক লীগ নেতা আমিনুল হক খাঁ বাদী হয়ে সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেন। এর মধ্যে ৫ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

এদিকে আজ দুপুরে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীর মুক্তির দাবিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিএনপি। এতে বক্তব্য দেন দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি আসাদুল হাবিব দুলুসহ নেতাকর্মীরা। 

আরও পড়ুন

×