ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইউএনওর নম্বর ক্লোন করে প্রার্থীদের সঙ্গে প্রতারণার চেষ্টা

ইউএনওর নম্বর ক্লোন করে প্রার্থীদের সঙ্গে প্রতারণার চেষ্টা

ফাইল ছবি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ২০:১২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ | ২০:১৩

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ উঠেছে। নম্বরটি থেকে কল করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।

উপজেলা প্রশাসন জানায়, বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যক্তিগত ফোন নম্বর ক্লোন করে একটি চক্র। পরে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাইয়ুম ও কারীউল্লাহ সরকারকে কল করা হয়। তাদের ফোন নম্বরে কল দিয়ে বলা হচ্ছে, ‘আমি ইউএনও বলছি। নির্বাচন সংক্রান্ত জরুরি কথা আছে। আপনি আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করেন।’ 

এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। 
তিনি বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ প্রতারণার শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে বলা হয়েছে। এ ছাড়া কেউ উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙিয়ে ফোন করলে সরাসরি তাঁর কার্যালয়ে এসে যাচাই করারও অনুরোধ করেন এই কর্মকর্তা।

আরও পড়ুন

×