দুই গবেষকের বায়োচারসমৃদ্ধ সারে ভুট্টার ভালো ফলন

পবার মুরারিপুর গ্রামের ইকবাল আলীর ভুট্টা ক্ষেত পরিদর্শন করছেন দুই গবেষক সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪ | ২৩:২৭
দুই গবেষকের তৈরি বায়োচারসমৃদ্ধ ইউরিয়া সার ব্যবহারে ভুট্টার ভালো ফলন পেয়েছেন পবার মুরারিপুর গ্রামের ভুট্টা চাষি ইকবাল আলী। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বায়োচার সমৃদ্ধ সার ব্যবহার শীর্ষক প্রকল্পের অধীনে এ সার ব্যবহার করেছিলেন তিনি। ফসলে সারের ব্যবহার দক্ষতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সার নিজেদের ল্যাবে তৈরি করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. গোপাল সাহা এবং প্রকল্পের পিএইচডি ফেলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মাহবুবুল আলম। কৃষক ইকবালের ভুট্টার ফলন দেখতে এসে গবেষকরা বলেন, সাধারণ ইউরিয়া সার জমিতে প্রয়োগের পর অপচয় হতে থাকে।
গবেষকদের দাবি, বায়োচার কোটেড ইউরিয়া সার জমিতে প্রয়োগে ১৫ দিন পর্যন্ত ফসলের চাহিদা অনুযায়ী নাইট্রোজেন সরবরাহ করে। এর মাধ্যমে ১০ থেকে ১৫ শতাংশ ইউরিয়া সাশ্রয় করা সম্ভব। এতে সার আমদানি কমবে। চাষি ইকবাল আলী বলেন, অন্য চাষির চেয়ে ভুট্টার ফলন ৩০ শতাংশ বেশি এসেছে।
প্রকল্পের পরিচালক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোপাল সাহার ভাষ্য, বায়োচার একটি কার্বন সমৃদ্ধ জৈব পদার্থ। এটি বিভিন্ন জীবাশ্ম থেকে সীমিত অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেনবিহীন অবস্থায় তৈরি করা হয়। বায়োচার পানি বিশুদ্ধকরণ এবং মাটির লবণাক্ততা কমাতেও ভূমিকা রাখে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, মাটির স্বাস্থ্য রক্ষায় বায়োচার অদ্বিতীয় অনুষঙ্গ। উৎকৃষ্ট মানের বায়োচার বছরের পর বছর মাটিতে থেকে যায়। ফলে মাটির স্বাস্থ্যের স্থায়ী উন্নয়ন হয়। গবেষণায় দেখা গেছে, বায়োচার মাটিতে ১০০ বছর পর্যন্ত স্থায়ী হয়। দেশি প্রযুক্তিতে বায়োচার তৈরি করা হলে কম খরচে উৎপাদন সম্ভব। এতে ফসলের ভালো উৎপাদন হবে। মাটির স্বাস্থ্য ভালো থাকবে। সরকারি অনুমোদন নিয়ে কোনো কোম্পানির মাধ্যমে এ সার উৎপাদন করে কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া হবে।
বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইলিয়াস হোসেন বলেন, বায়োচার বিদেশ (চীন) থেকে আমদানি করতে কেজিতে প্রায় ৬০০ টাকা খরচ হয়। দেশি প্রযুক্তিতে তৈরি বায়োচারে খরচ ৫০ থেকে ৬০ টাকা। এর ব্যবহার গম, ভুট্টা, ধানসহ সব ধরনের ফসলের উৎপাদন বাড়াবে। মাটিও ভালো রাখবে।
- বিষয় :
- ভুট্টা