কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ ঢলে পড়ে পর্যটকের মৃত্যু

ছবি- সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ১৬:৪০
কক্সবাজারে ভ্রমণে এসে মতিউর রহমান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে মোবাইলে কথা বলতে বলতে তিনি হঠাৎ বালিয়াড়িতে পড়ে যান।
পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেন।
মতিউর রহমান কুমিল্লার বুড়িচং এলাকার বাসিন্দা। লাইফ গার্ডকর্মীদের ধারণা, তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ওসমান গণি বলেন, সকাল ৯টার দিকে ওই পর্যটক ঘোরাঘুরির এক পর্যায়ে মোবাইল ফোনে কথা বলার সময় অবচেতন হয়ে বালিয়াড়িতে ঢলে পড়েন।
এ সময় লাইফ গার্ডকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, সৈকতের লাইফ গার্ডকর্মীরা এক পর্যটককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এখানে আনার আগেই তার মৃত্যু হয়।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পর্যটক মতিউর রহমানের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করছেন আশিকুর রহমান। তিনি বলেন, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মারা যাওয়া পর্যটকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
- বিষয় :
- কক্সবাজার
- পর্যটকের মৃত্যু
- পর্যটক