দেশে গণতন্ত্রের সব বৈশিষ্ট্য লোপ পেয়েছে: বদিউল আলম

ছবি- সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ২১:২৬
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান সময়ে দেশে গণতন্ত্রের সব বৈশিষ্ট্য লোপ পেয়েছে। ফলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন চলছে। এসব রোধে প্রয়োজন সব রাজনৈতিক দলের ঐকমত্য। বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী ও জবাবদিহিমূলক করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে।
শনিবার দুপুরে যশোরে সুজনের খুলনা বিভাগীয় কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুজন সম্পাদক বলেন, সুজন শুধু সুশাসন গঠনের চেষ্টা করে না, পাশাপাশি সামাজিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে দেশ ও জাতি বিপর্যয়ের দিকে যাবে। ভালো মানুষের নিষ্ক্রিয়তার কারণে মন্দ লোকরা কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তাই ভালো মানুষের এখনই সক্রিয় হতে হবে এবং সংগঠিতভাবে কাজ করতে হবে।
সুজনের খুলনা বিভাগীয় কর্মপরিকল্পনা সভায় বিগত বছরের কর্মসূচি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সুজন নেতৃবৃন্দ বিভিন্ন মতমত প্রদান করেন।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন সুজনের যশোর জেলা কমিটির সভাপতি সালেহা বেগম, বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু, কুষ্টিয়ার সভাপতি গোলাম রসুল বাবলু, সাতক্ষীরার সভাপতি সুভাষ চন্দ্র সরকার, খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, নড়াইলের সাধারণ সম্পাদক মাহফুজা রহমন লবি প্রমুখ।
- বিষয় :
- সুজন
- গণতন্ত্র
- বদিউল আলম মজুমদার