ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ সাংবাদিক গ্রেপ্তার

দেবাশীষ মন্ডল - ফাইল ছবি
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ২১:৪৯
পিরোজপুরের স্বরূপকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দেবাশীষ মন্ডল নামে স্থানীয় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে স্বরূপকাঠি পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবাশীষ মন্ডল একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক কার্টুন সম্বলিত ছবি পোস্ট দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
- বিষয় :
- সাংবাদিক
- সাংবাদিক গ্রেপ্তার