যশোরে ধান কেটে বাড়ি ফিরে ‘হিট স্ট্রোকে’ স্কুলশিক্ষকের মৃত্যু

স্কুলশিক্ষক আহসান হাবিব- আগের ছবি
যশোর অফিস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ১৪:১৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ১৪:২৬
যশোরে ‘গরমে অসুস্থ হয়ে’ আহসান হাবিব (৩৮) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার মাঠে ধানকাটা শেষ করে বাড়ি ফিরে সকাল ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহসান হাবিব যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তার বাড়ি একই গ্রামে।
আমদাবাদ স্কুলের প্রধান শিক্ষক এ জেড এম পারভেজ মাসুদ জানান, সহকর্মী আহসান হাবিব সকাল ৯টার দিকে হঠাৎ করেই বুকে ব্যথা এবং শরীর জ্বলে যাচ্ছে বলে কাতরাতে থাকেন। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা, মাঠে ধান কাটতে গিয়ে সূর্যের প্রচণ্ড তাপ ও গরমের কারণে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আল হাসান জানান, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে না।’
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক আহসান হাবিব মাদকাসক্ত ছিলেন। তিনি নিয়মিত মাদকসেবন করতেন। ফলে তাপপ্রবাহের মধ্যে মাঠে কাজ করলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ওই শিক্ষক হটাৎ করে অসুস্থ হয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগে তীব্র গরমে মাঠে তিনি ধান কেটেছেন বলে জেনেছি।
- বিষয় :
- যশোর
- হিট স্ট্রোক
- মৃত্যু
- তাপদাহ
- স্কুলশিক্ষকের মৃত্যু