ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘চাঁদা ও মাদকসেবনের ভাইরাল ভিডিও’ সম্পর্কে যা বললেন ছাত্রলীগ নেতারা

‘চাঁদা ও মাদকসেবনের ভাইরাল ভিডিও’ সম্পর্কে যা বললেন ছাত্রলীগ নেতারা

কুয়াকাটা প্রেস ক্লাবে ছাত্রলীগ নেতাদের সংবাদ সম্মেলন। ছবি: সমকাল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ১৮:২৪

পটুয়াখালীর কুয়াকাটায় ছাত্রলীগের দুই নেতার চাঁদাদাবি ও মাদকসেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোববার সকাল থেকে চারটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে রোববার রাত ৮টায় কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের নেতারা। সেখানে ভাইরাল হওয়া ‘ভিডিওটি সুপার এডিটেড ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই) এর মাধ্যমে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র’ করা হয়েছে বলে দাবি করেন নেতার।

সংবাদ সম্মেলন করা ছাত্রলীগ নেতারা হলেন- বিলুপ্ত পৌর ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বায়েজিদ আল আরিফ ও পৌর ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি রাইসুল ইসলাম শিবলু। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জি, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌউস মৃধা, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেনসহ কুয়াকাটা পৌর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। উৎপল দাস নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ভিডিওগুলো আপলোড দেওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান ছাত্রলীগ নেতা রায়েজিদ ও শিবলু।

৫ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই ছাত্রলীগ নেতা রনি আবাসিক হোটেলের ম্যানেজার মো. মনিরের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে অশ্রাব্য ভাষায় গালাগালি করছেন। একটি আবাসিক হোটেলের কক্ষে এ ঘটনা ঘটে, তবে কোন হোটেলে এমন ঘটনা ঘটে তা জানা যায়নি। কথোপকথন থেকে জানা যায়, এগুলো গত ঈদুল ফিতরের আগের ঘটনা। ছাত্রলীগের দুই নেতাকে বলতে শোনা যায়, ‘সামনে ঈদ, যেভাবে পার ৬০ হাজার জোগাড় কর।’

অপর দুই ভিডিওর দুটিতে দেখা যায়, ওই দুই ছাত্রলীগ নেতা ইয়াবা সেবন করছেন। অপরটিতে কুয়াকাটার একমাত্র বারে মদ্যপান করতে দেখা যায় তাদের। প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য তিন মিনিটের বেশি।

আরও পড়ুন

×