জানাজায় গিয়ে মোবাইল হারালেন ধর্মমন্ত্রী
থানায় জিডি

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৪ | ২১:৫১ | আপডেট: ০১ মে ২০২৪ | ২১:৫৩
ধর্মমন্ত্রী ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খানের ব্যবহৃত মোবাইল ফোন খোয়া গেছে। জামালপুরের ইসলামপুরে নিজ নির্বাচনী এলাকায় প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রীর জানাজায় অংশ নিতে গিয়ে তিনি মোবাইল ফোন হারান।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইসমাইল হোসেন ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, মঙ্গলবার ধর্মমন্ত্রী ফরিদুল হক খান প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রী হাসনা মোশারফের জানাজায় অংশ নেন। নামাজের আগ মুহূর্তে মন্ত্রী তার ব্যবহৃত মোবাইলে এরোপ্লেন মোড অন করে এক ব্যক্তির হাতে দেন। সেই ব্যক্তি আর মোবাইল ফোনটি ফেরত দেননি। কার কাছে মোবাইল ফোনটি দিয়েছেন তাও মনে নেই ধর্মমন্ত্রীর।
ওসি বলেন, এখন পর্যন্ত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। আমারা মোবাইল ফোনটি উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করছি।
- বিষয় :
- ফরিদুল হক খান দুলাল