জগন্নাথপুরে আগেভাগেই শেষ হচ্ছে বোরো মৌসুম

জগন্নাথপুরে হাওরে বোরো ধান কাটা শেষ পর্যায়ে। মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষক সমকাল
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৪ | ০০:০০
জগন্নাথপুরে এবার আগেভাগেই হাওরের বোরো ফসল কাটা শেষ হচ্ছে। এরই মধ্যে ৯৫ শতাংশ আবাদি জমির ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। কিষান-কিষানিরা এখন ধান শুকানো ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। বোরোর বাম্পার ফলনে খুশি হাওরবাসী।
গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন হাওর এলাকা ঘুরে দেখা গেছে, মাড়াই ও শুকানো শেষে ধান গোলায় তুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কিষান-কিষানিরা। এ ছাড়া উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর, মইয়া, পিংলা, মোমিনপুর হাওরসহ ছোটবড় ১৫টি হাওরের ধান কাটা প্রায় শেষ। আগাম বন্যা ও শিলাবৃষ্টির মতো দুর্যোগে নষ্ট হওয়ার আগেই ধান ঘরে তুলতে প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে মাঠে ছুটছেন হাওরপাড়ের কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এবার বৈশাখ মাস শেষ হওয়ার আগেই ধান কাটা শেষ হচ্ছে। প্রকৃতি অনুকূলে থাকায় ভালোয় ভালোয় ধান কাটা উৎসব শেষ হচ্ছে। তারা জানান, এ উপজেলায় সাধারণত চৈত্রের শেষদিকে বোরো ধান পাকতে শুরু করে। বৈশাখ মাসজুড়ে ধান কাটার ধুম পড়ে। পুরো ফসল গোলায় তুলতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লেগে যায়। অন্য বছরের তুলনায় এবার বৈশাখ মাসেই ধান গোলায় তোলার কাজ শেষ হয়ে যাবে।
নলুয়া হাওরের ভুরাখালী গ্রামের কৃষক দিলদার মিয়া জানালেন, তিনি ৬০ কেয়ার (৩০ শতকে ১ কেয়ার) জমিতে বোরো আবাদ করেছিলেন। এরই মধ্যে ৫৫ কেয়ার জমির ধান কাটা শেষ। বাকি জমিতে এক-দুই দিনের মধ্যে ধান কাটা শেষ হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, অন্য বছর বোরো ফসল গোলায় তুলতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লাগত। এ বছর মনে হচ্ছে বৈশাখেই শেষ হবে।
মইয়ার হাওরের ইকড়ছই এলাকার কৃষক ছাতির আলীর ভাষ্য, তিনি প্রায় ৫০ বছর ধরে বোরো আবাদ করে আসছেন। এবারের মতো এত আগে ফসল ঘরে তুলতে পারেননি। ফলনও খুব ভালো হয়েছে। এবার তিনি মইয়ার হাওরে ১০ কেয়ার জমিতে বোরো আবাদ করেছেন। ধান কাটাও শেষ। এখন মাড়াই আর শুকানোর কাজ চলছে।
হাওর বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেব বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ভালোয় ভালোয় ধান গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক পরিবারের মানুষজন। ছোট হাওরের ধান কাটা শেষ হয়ে গেছে। এ বছর বোরোর ভালো ফলনে হাওরবাসী খুশি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ বলেন, প্রায় ৯৫ শতাংশ আবাদি জমিতে ধান কাটা শেষ হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে অবশিষ্ট ধান কাটা শেষ হয়ে যাবে। চলতি মৌসুমে জগন্নাথপুরে ২০ হাজার ৩০০ হেক্টর জমিনে বোরো আবাদ করা হয়েছে। বাম্পার ফলনের কারণে এবার বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
- বিষয় :
- বোরো মৌসুম