ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্বপ্ন পূরণে বাবা-মায়ের কাণ্ড 

হেলিকপ্টারে করে পোশাক শ্রমিক ছেলের বিয়ে 

হেলিকপ্টারে করে পোশাক শ্রমিক ছেলের বিয়ে 

বরের বাবা-মায়ের স্বপ্ন ছিল, ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করাবেন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৪ | ২১:১৮ | আপডেট: ০৩ মে ২০২৪ | ২১:১৯

বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। কিন্তু তাতে কী আসে যায়। বরের বাবা-মায়ের স্বপ্ন ছিল, ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করাবেন। তাই নিম্ন আয়ের মানুষ হলেও পোশাক শ্রমিক ছেলেকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে বিয়ে করিয়েছেন বাবা-মা। শুক্রবার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামে এ বিয়ের আয়োজন হয়। 

বরের নাম হযরত আলী আকন্দ (২২)। তিনি ওই গ্রামের রফিকুল ইসলাম আকন্দ ও সালমা বেগম দম্পতির একমাত্র ছেলে। কনে পার্শ্ববর্তী ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের এনামুল হক ও শেফালি বেগম দম্পতির মেয়ে রেফা মনি (১৮)। বরের বাবা ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন বর।    

দুই পরিবারের মধ্যস্থতায় পারিবারিকভাবে এই বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে বগুড়ার একটি এনজিও পরিচালিত হেলিকপ্টার ভাড়ায় আনা হয়। ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজার রহমান জানান, গতকাল দেড় ঘণ্টার জন্য ১ লাখ ১০ হাজার টাকায় ভাড়া করা হয়েছিল হেলিকপ্টারটি। দেনমোহর ৭০ হাজার টাকা নগদ বুঝিয়ে দিয়ে বিয়ের কাবিনে স্বাক্ষর করেন বর। বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন প্রায় ১০০ জন।

সাদুল্লাপুর থানার ওসি শফিফুল ইসলাম বলেন, ওই বিয়েতে হেলিকপ্টার আনার বিষয়ে পুলিশকে আগাম জানানো হয়নি। খবর পেয়ে নিরাপত্তা রক্ষায় পুলিশের টহল দল পাঠানো হয়। উৎসুক জনতার ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয়েছে। 

স্থানীয় একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী সরকার বলেন, একজন পোশাক শ্রমিকের রাজসিক বিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। বর-কনে আর হেলকিপ্টার দেখতে সকাল থেকে স্থানীয় স্কুলমাঠে ভিড় জমে যায়। 

আরও পড়ুন

×