ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইসি রাশেদা বললেন

নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থীকে এজেন্ট নিশ্চিত করতে হবে

নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থীকে এজেন্ট নিশ্চিত করতে হবে

সভায় বক্তব্য দিচ্ছেন ইসি রাশেদা সুলতানা। ছবি: সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৪ | ২১:৪৪ | আপডেট: ০৩ মে ২০২৪ | ২২:৪৪

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটের আয়োজন সম্পন্ন করতে চাইলে প্রার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাদেরকে অবশ্যই প্রতিটি কেন্দ্রে দায়িত্বশীল এজেন্ট দিতে হবে, যিনি ভোটকেন্দ্রে প্রার্থীর পক্ষে দায়িত্ব পালন করবেন। 

শুক্রবার সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এজেন্ট নিয়োগের গুরুত্ব তুলে ধরে রাশেদা সুলতানা বলেন, ভোটকেন্দ্রে অনেক সময় অনিয়ম হলেও প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া যায় না। এ ক্ষেত্রে এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীরের সভাপতিত্বে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×