ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নৌপথে নেওয়া হচ্ছিল চোরাই চিনি, পুলিশ দেখে নদীতে ঝাঁপ

নৌপথে নেওয়া হচ্ছিল চোরাই চিনি, পুলিশ দেখে নদীতে ঝাঁপ

জব্দ করা চিনি। ছবি: সমকাল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৪ | ০৩:৩৭

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকায় ভর্তি করা ১১শ’ কেজি অপরিশোধিত চিনি উদ্ধার করেছে নৌ-পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান চারজন। 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালের মুখে তাতিয়া পুকুর পাড়সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।

পুলিশ বলছে, হয়তো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে আমদানি করা এসব চিনি চুরি করে স্থানীয় বাজারে পাচার করা হচ্ছিল। এ সময় চোরাই চিনি পরিবহনের কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করে পুলিশ। জব্দ করা চিনির আনুমানিক দাম এক লাখ ৪৩ হাজার টাকা। 

এদিকে পালিয়ে যাওয়া চারজনের মধ্যে দু’জনের পরিচয় পেয়েছে পুলিশ। তারা হলেন- কর্ণফুলী উপজেলার মো. সাইফুল (৩০) ও মো. রাজ্জাক ওরফে পিন্টু (২৭)। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে সদরঘাট নৌ-থানা পুলিশ।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ সমকালকে বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর তাতিয়া পুকুর সংলগ্ন নদীতে অভিযান চালানো হয়। এ সময় আসামিরা নৌকা থেকে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। তবে প্রায় ১১শ’ কেজি চোরাই চিনি ও পাচারকাজে ব্যবহৃত নৌযানটি জব্দ করা হয়েছে। কর্ণফুলীকে নিরাপদ রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×