গজারিয়ায় কেন্দ্র দখলের চেষ্টা, সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত

ছবি: সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৪ | ২২:৪৩ | আপডেট: ০৮ মে ২০২৪ | ২২:৪৪
মুন্সীগঞ্জের গজারিয়ায় কেন্দ্র দখল করে সিল মারতে না দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ছোড়া ইটের আঘাতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি।
বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ সময় চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর নেতৃত্বে এ হামলার অভিযোগ উঠেছে। মিঠু চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক হিসেবে পরিচিত।
পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া আহত পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা এবং ব্যালট ছেড়ার অভিযোগে দুপুর ২টা থেকে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেয় প্রশাসন। দেড় ঘণ্টা পরে সাড়ে তিনটার দিকে ভোট গ্রহণ চালু করা হলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকরা জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের দখল করার চেষ্টা করে।
এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে শামীম নামে পুলিশের এক কনস্টেবলসহ ৪ সদস্য আহত হন।
আত্মরক্ষার্থে পুলিশ এবং বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, দুপুরের ঘটনার পর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছিল। এ সময় ওই পথ ধরে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামান স্যার গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তখন চেয়ারম্যান মনিরুলের লোকজন সংঘবদ্ধ হয়ে স্যারের গাড়িতে হামলা চালায়। আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করি। তারা সংঘবদ্ধ হয়ে আমাদের উপর আবার হামলা চালায়। তাদের হামলায় আমাদের ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ওসি জানান, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তোফায়েল হোসেন বলেন, আকস্মিক আমাদের ওপর হামলা চালানো হয়েছে। প্রতিরোধে আমাদের পাল্টা ব্যবস্থা নিতে হয়েছে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের হামলায় আমাদের ৪ সদস্য আহত হয়েছেন। পরে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদেরও শনাক্ত করা হচ্ছে।
- বিষয় :
- কেন্দ্র দখল
- উপজেলা নির্বাচন