ফরিদপুরে মহাসড়কে চালকদের করা হচ্ছে ডোপ টেস্ট

চালকের চলছে ডোপ টেস্ট। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১২ মে ২০২৪ | ২০:৪৮
মহাসড়ক নিরাপদ রাখতে ফরিদপুরে যানবাহনের ফিটনেস টেস্টের পাশাপাশি চালকদের ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে। আজ রোববার ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকায় ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের নেতৃত্বে, বিআরটিএ, সিভিল সার্জেনের ডাক্তারি টিম ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
এ সময় বিভিন্ন গাড়ির কাগজপত্র, চালকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
‘বেপরোয়া নয়, গতিসীমার মধ্যে গাড়ি চালান, সড়ক দুর্ঘটনা রোধ করুন” এ শ্লোগানকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসাবে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে গাড়ির পাশাপাশি চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। চালকদের রক্তচাপ, ডায়াবেটিক পরীক্ষা করে সচেতন করা হয়। এছাড়া নেশাজনিত কারণে দুর্ঘটনা রোধ করতে গাড়িচালকদের ডোপ টেস্ট করা হয়। এ সময় ২ ট্রাকচালকের ডোপ টেস্ট রেজাল্ট পজেটিভ পাওয়া যায়।
ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম জানান, সম্প্রতি ফরিদপুরের বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে গাড়ির ফিটনেস চেকের পাশাপাশি চালকদের স্বাস্থ্য পরীক্ষার করে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নেশাগ্রস্ত ও অসুস্থ চালকদের কারণে দুর্ঘটনার শঙ্কা বাড়ে। এ জন্য অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় বিভিন্ন অনিয়মের কারণে ৫টি গাড়িকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এছাড়া ডোপ টেস্ট পজিটিভি হওয়া ২ গাড়িচালককে আটক ও মামলা দায়ের করা হয়। এ সময় ট্রাক দুটি জব্দ করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিআরটিএ’র পরিদর্শক এনামুল হক ইমন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল আমিনসহ পুলিশ, এপিবিএনের সদস্যরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ফরিদপুর
- অভিযান
- ভ্রাম্যমাণ আদালত
- ডোপ টেস্ট