ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রানওয়েতে শর্টসার্কিট, সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ

রানওয়েতে শর্টসার্কিট, সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ

ফাইল ছবি

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৪ | ০০:০২

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ৬ ঘণ্টা ধরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করা হয় । এতে বিমানবন্দরে আটকা পড়েছেন ঢাকাগামী দেড় শতাধিক যাত্রী ।

সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ। তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৫টার পর হঠাৎ করে রানওয়ের লাইন শর্টসার্কিট হয়ে যায়। এরপর রানওয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। এ কারণে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। তবে এখনও (রাত ১১টা পর্যন্ত) ত্রুটি ধরা পড়েনি। ত্রুটি খোঁজা হচ্ছে। 

সুপ্লব কুমার ঘোষ বলেন, এ ঘটনায় তিনটি ফ্লাইটের যাত্রী আটকা পড়েছেন। ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট। 

আরও পড়ুন

×