ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সৈয়দপুর

সৈয়দপুর

টিউমারের যন্ত্রণায় কাতরাচ্ছেন নিঃস্ব অমিছা বেওয়া

দেড় দশক আগে স্বামী মারা গেছে নীলফামারীর সৈয়দপুরের অমিছা বেওয়ার (৬৫)। একমাত্র মেয়েও বিয়ের পর তাঁর শ্বশুরবাড়িতে থাকেন। তাদের সংসারই চলে টেনেটুনে। তেমন কিছু করার সুযোগ নেই তাঁর মায়ের জন্য। হাত দুটিই সম্বল ছিল অমিছার। বাসাবাড়িতে ছুটা কাজ করে চালাতেন পেট। বয়সের ভারে এখন আর কাজকর্ম করতে পারেন না। খাওয়া-পরার এই বোঝার ওপর শাকের আঁটি হয়ে দাঁড়িয়েছে একটি টিউমার। দু’মুঠো আহার জোটানোই তাঁর জন্য কষ্টসাধ্য, এর মধ্যে কানের নিচে বড় একটি মাংসপিণ্ড তাঁকে দিচ্ছে অসহ্য যন্ত্রণা। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে ধুঁকছেন এই অসহায় নারী।

আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৪ | ২২:৪৮
টিউমারের যন্ত্রণায় কাতরাচ্ছেন নিঃস্ব অমিছা বেওয়া

সর্বশেষ