সৈয়দপুরে বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সমকাল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ১৮:০১
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতে আসা ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার দেড় ঘণ্টার পর সৈয়দপুরের সঙ্গে ঢাকা ও খুলনা রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ১ নম্বর রেলগেটে এসে বগিটি লাইনচ্যুত হয়।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি ঈদে বিশেষ ট্রেন হিসেবে জয়দেব থেকে পার্বতীপুর রুটে চলাচল করেছে। এই ট্রেন বহরে রয়েছে ১৩ কোচ। রুটিন মেরামতের (প্রিয়ডিক্যাল ওভার হোলি) জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হচ্ছিল এসব বগি। এর মধ্যে তিনিটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সৈয়দপুর থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ট্রেন বহরটি আটকে থাকায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা বলেন, তাদের প্রকৌশল বিভাগের কর্মকর্তা -কর্মচারীরা সেখানে পোঁছে দ্রুত লাইনচ্যুত বগিটি সরাতে সক্ষম হয়েছেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
- বিষয় :
- নীলফামারী
- সৈয়দপুর
- বগি লাইনচ্যুত
- ট্রেন