ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সৈয়দপুর বিমানবন্দর

রানওয়েতে শিয়ালের ছোটাছুটি, ২৫ মিনিট দেরিতে নামল ফ্লাইট

রানওয়েতে শিয়ালের ছোটাছুটি, ২৫ মিনিট দেরিতে নামল ফ্লাইট

ফাইল ছবি

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৪ | ২২:২৯

বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল একটি ফ্লাইট। এ সময় পাইলট দেখতে পান, রানওয়েতে একটি শিয়াল ছোটাছুটি করছে। বিষয়টি তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করলে নিরাপত্তাকর্মীরা শিয়ালটি তাড়িয়ে দেন। পরে নির্ধারিত সময়ের ২৫ মিনিট দেরিতে ফ্লাইটটি অবতরণ করে। শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (ড্যাশ-৮ ডি) সকাল সাড়ে ৮টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ফ্লাইটটি নামানোর সময় পাইলট রানওয়েতে একটি শিয়ালকে ছোটাছুটি করতে দেখেন। তখন তিনি বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। এ সময় উড়োজাহাজটি বিমানবন্দরের ওপরে চক্কর দিচ্ছিল। পরে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শিয়ালটি তাড়িয়ে দেন। এতে নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর ৯টার দিকে উড়োজাহাজটি অবতরণ করে। পরে ফ্লাইটের প্রায় ৬০ জন যাত্রীও নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন। 

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, রানওয়েতে শিয়াল ঢুকে পড়ায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণে কিছুটা দেরি হয়েছে। এটি তেমন কিছু না। এরপর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর নোজ হুইলে (সামনের চাকায়) ত্রুটি দেখা দেয়। পরে অচল উড়োজাহাজটি পার্কিং বেতে নেওয়া হয়। ওই ঘটনায় প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর সৈয়দপুর-ঢাকা রুটে বিমান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×