রূপসায় চাচাতো ভাইদের হাতুড়ির আঘাতে যুবক নিহত

প্রতীকী ছবি
রূপসা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৪ | ১৭:৫৪
খুলনার রূপসা উপজেলার বামনডাঙ্গা গ্রামে চাচাতো ভাইদের হাতুড়ির আঘাতে রসুল মিনা নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রসুল মিনার পরিবারের আরও ৩ জন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে রসুল মিনা এবং তার চাচাতো ভাইদের মধ্যে সোমবার সকালে বাকবিতণ্ডা হয়। পরে লাঠি, হাতুড়ি ও রড দিয়ে রসুলকে মারধর করেন তারা। খবর পেয়ে রসুল মিনার পরিবারের লোকজন এগিয়ে গেলে তারাও হামলার শিকার হয়।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রসুল মিনাকে মৃত ঘোষণা করেন। আহত রসুল মিনার ভাই আতাহার মিনা, ফারুক মিনা ও পান্না মিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রসুল মিনা ওই গ্রামের ইকতিয়ার মিনার ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
রূপসা থানার ওসি এনামুল হক জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কেউ আটক নেই।
- বিষয় :
- রূপসা
- খুলনা
- হাতুড়ির আঘাত
- নিহত