ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঝিনাইদহে উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী

ঝিনাইদহে উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী

ফাইল ফটো

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৪ | ১৩:১৬

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী। এ তথ্য নিশ্চিত করেছেন উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান।

তিনি জানান, ১৮ মে এ আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলিম নেজামী প্রার্থিতা প্রত্যাহারের জন্য চিঠি জমা দিয়েছেন। 

এ নির্বাচনে যে দু’জন প্রার্থী রয়েছেন তারা হলেন, নৌকা প্রতীকের নায়েব আলী জোয়ার্দ্দার ও স্বতন্ত্র পার্থী  নজরুল ইসলাম।

আরও পড়ুন

×