ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চান্দিনায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীর

চান্দিনায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীর

নিহত ‍দুই যুবক- আগের ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৪ | ১৮:১৮ | আপডেট: ২০ মে ২০২৪ | ১৮:২৭

চান্দিনায় ট্রাকচাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ মে) সকাল ১১টায় উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা পৌরসভার ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামশেদ আহমেদ (৩৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)। 

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাছের রেণু আনার জন্য আলিকামোড়া গিয়েছিলেন জামশেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেণু পাঠিয়ে তারা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। উদালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, ট্রাকচালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে। চালককে আটক করা যায়নি। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন

×