ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নির্বাচনী সহিংসতা

নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা

সুমন মিয়ার ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী আবিদ হাসান

নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা

সুমন মিয়া

 সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪ | ০০:৫৭ | আপডেট: ২৩ মে ২০২৪ | ০৯:৩৪

নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া দ্বিতীয় ধাপে গত মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩১ জন আহত হওয়ার খবর মিলেছে।

নরসিংদীর রায়পুরা উপজেলায় আগামী ২৯ মে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় ও পুলিশ জানায়, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া গতকাল দুপুরে নির্বাচনকে সামনে রেখে পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি গ্রামে গণসংযোগে যাচ্ছিলেন। এ সময় তাঁর গাড়িতে প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আঘাতে সুমন মিয়া গুরুতর আহত হন। এক পর্যায়ে সুমন দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে বিকেলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন। সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খান নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর জানান, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা হয়। হামলায় নির্বাচনের দায়িত্বে থাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু আউয়াল, ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাদেরুল ইসলাম, উপসচিবের সহকারী জাহাঙ্গীর আলম, গাড়িচালক আবু বক্কর সিদ্দিক, আটোয়ারী থানার এসআই বুলু মিয়া ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুল বারী আহত হন। 

মঙ্গলবার সন্ধ্যায় বিলম্বে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দেবীগঞ্জের শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলা হয়। ক্ষুব্ধ জনতা প্রশাসনের তিনটি গাড়ি ও ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। পুলিশ মিঠুন রায় এবং দীনবন্ধু রায় নামে দুই যুবককে আটক করেছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম আজম গতকাল বুধবার দেবীগঞ্জ থানায় দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০-৬০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জয়ী চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা ও পরাজিত প্রার্থী শামীম হোসেন মোল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সকাল ৯টার দিকে ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় ৪০টি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। উভয় প্রার্থী ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন। 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক এলাহী শেখকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকালে উপজেলার শালমারা বাজারে এ ঘটনা ঘটে। আহতের বাবা জাহাঙ্গীর শেখ বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতায় ২০টি বাড়িঘর ভাঙচুর হয়েছে। মঙ্গলবার রাতে ও গতকাল সকালে নবনির্বাচিত চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম এবং পরাজিত প্রার্থী শাহনেওয়াজ ডালিমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। হামলা-পাল্টা হামলায় আহত হয়েছে পাঁচজন। ঘটনার জন্য শাহনেওয়াজ ডালিম ও এ বি এম মোস্তাকিম পরস্পরকে দায়ী করেছেন। সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, প্রতিটি ঘটনায় আলাদা আলাদা মামলা হবে। 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী ওয়ানা মার্জিয়া নিতুর কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. শামিম এ হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস গ্রামে এ হামলায় এক নারীসহ পাঁচজন আহত হন। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ইউপি সদস্য শামিম। গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম খান জানান, কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামে মঙ্গলবার দিনভর সহিংসতায় অন্তত ১২টি বাড়ি ভাঙচুর ও ১৫টি খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বারটিকরী গ্রামে সকালে মোটরসাইকেল প্রতীকের এজেন্ট নিপু মিয়াকে মারধর ও ছুরিকাঘাত করে আনারস প্রতীকের সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম শাহিন ও তার লোকজন। আবু তাহের নামে মোটরসাইকেল প্রতীকের আরেক এজেন্টকেও মারধর করা হয়। খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন শাহিন ও তার সহযোগীদের বাড়িঘরে হামলা চালায় ও খড়ের গাদায় আগুন দেয়। তবে মোটরসাইকেল প্রতীকের এজেন্টদের মারধর ও ছুরিকাঘাতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন সাবেক চেয়ারম্যান শাহিন।

নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুলচাপুর গ্রামে পরাজিত প্রার্থী আসাদুজ্জামান নয়নের সমর্থক সাইদুল ইসলামের খামারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থী ফয়জুর সিরাজ জুয়েলের সমর্থকদের বিরুদ্ধে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের প্রচারে বাধা ও গাড়ি ভাঙচুর হয়েছে। মঙ্গলবার রাতে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলার জন্য মরিয়ম বেগম প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আকতারের সমর্থকদের দায়ী করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ মিথ্যা দাবি করেন পারভীন আকতার। 

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মঙ্গলবার রাতে চেয়ারম্যান প্রার্থী যতিন্দ্র নাথ মিস্ত্রীর প্রচার মাইক ভাঙচুর ও দুই কর্মীকে পিটিয়ে আহত করা হয়। ঘটনার জন্য অপর প্রার্থী রইজ আহমেদ সেরনিয়াবাতকে দায়ী করেছেন যতিন্দ্র নাথ। তবে অভিযোগ অস্বীকার করেন আব্দুর রইচ সেরনিয়াবাত। 

মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সুদীপ ঘোষ বাসু এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পিন্টু মিয়ার বাড়িতে মঙ্গলবার রাতে একাধিক ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। সুদীপ ঘোষ চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমান জানুর পক্ষে নির্বাচনে কাজ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় সুদীপ ঘোষ শিবালয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

[তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতারা]

আরও পড়ুন

×