ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আদমদীঘিতে ছিনতাই হওয়া ধানসহ ট্রাক মিলল শরীয়তপুরে

গ্রেপ্তার ২

আদমদীঘিতে ছিনতাই হওয়া ধানসহ ট্রাক মিলল শরীয়তপুরে

ছবি- সমকাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ১৬:৩৮ | আপডেট: ২৬ মে ২০২৪ | ১৬:৪০

বগুড়ার আদমদীঘি থেকে ছিনতাই হওয়া ৭১ বস্তা ধান ও ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাবেরপাড়া এলাকার বিদ্যালয়ের মাঠ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। পরে ডামুড্যা বাজারের শুকুর সরদারের গুদাম থেকে ৭১ বস্তা ধানসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- গোসাইরহাট উপজেলার সাবেরপাড়া গ্রামের লিংকন সরদার (৩৫) ও ডামুড্যা উপজেলার ফুলকুড়ি গ্রামের ওয়াহেদুল জামান টুটুল (২৮)।

আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ এসব তথ্য জানান।

পুলিশের এ কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত ১৮ মে আদমদীঘির ব্যবসায়ী সাহিন স্থানীয় শফিকুল ইসলাম হান্নানের ট্রাকে আদমদীঘির কুসুম্বী বাজারের মাসুদের আড়ৎ থেকে ধান নিয়ে নারায়ণগঞ্জের মেসার্স সিটি অটো রাইচ অ্যান্ড ডাল মিলে পাঠান। ট্রাকে প্রতি ৭৩ কেজির ২১৫ বস্তায় ১৫ মেট্রিক টন ছিল। এর বাজার মূল্য প্রায় ৪ লাখ ৮৪ হাজার টাকা।

ট্রাকবোঝাই ধান চালক জাহাঙ্গীর আলম বুঝে নিয়ে গেলেও পরদিন গন্তেব্যে পৌঁছায়নি। পরে আড়ৎ মালিক হান্নান ব্যবসায়ী সাহিনকে বিষয়টি জানান। এরপর থেকে চালক জাহাঙ্গীরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা হলে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ৭১ বস্তা ধান উদ্ধার ও ট্রাকসহ ২ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে ও ধান উদ্ধারে তৎপরতা চলছে বলে জানান নাজরান রউফ।

আরও পড়ুন

×