ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইসি রাশেদা বললেন

রাজনৈতিক বিরোধ দূর করার ক্ষমতা কমিশনের নেই

রাজনৈতিক বিরোধ দূর করার ক্ষমতা কমিশনের নেই

সভায় বক্তব্য দিচ্ছেন ইসি ররাশেদা সুলতানা। ছবি: সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ২৩:৫৭

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, দেশে ৪৪টি নিবন্ধিত দল আছে। প্রতিটি দলের স্বাধীনতা রয়েছে নির্বাচন করা-না করার। এখানে কমিশনের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তবে আমরা কমিশন সব সময় চাই, সব দল আসুক; সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু দলের এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে; একটা রাজনৈতিক বিরোধ হয়ে গেছে। এটা দূর করার ক্ষমতা, এখতিয়ার কোনটাই কমিশনের হাতে নেই। সংবিধান বা নির্বাচনী আইন কোনোটাতেই এই ক্ষমতা দেওয়া হয় নাই। 

রোববার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইসি রাশেদা আরও বলেন, ‘কেউ যদি নির্বাচনে আসতে চান, মোস্ট ওয়েলকাম। নিবন্ধিত দল যারা আসবে, অবশ্যই তারা আসতে পারে। আমাদের কোনো বাধা নেই। আমরা অবশ্যই তাদের ওয়েলকাম জানাব– এটাই হলো সোজা কথা।’

রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন প্রার্থী। 

আরও পড়ুন

×