ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফুফাতো ভাইদের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ফুফাতো ভাইদের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ১৬:৩১

বাগেরহাটের কচুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইদের ছুরিকাঘাতে মশিউর রহমান নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে। মশিউর রহমান (২৮) ওই এলাকার মৃত মাসুদ হাজরার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত মশিউরের দুই ফুফাতো ভাই মো. সাব্বির (২৮) ও মো. বায়েজিদকে (২০) আটক করেছে পুলিশ। তারা টেংরাখালী গ্রামের ইনদাদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওয়ারিশ সম্পত্তি নিয়ে ফুফাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল মশিউরদের। এর জেরে বুধবার সকাল ১০টার দিকে ফুফাতো ভাইদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মশিউরকে ছুরিকাঘাত করে সাব্বির ও বায়েজিদ। পরে স্থানীয়রা মশিউরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ওসি মো. মহসীন হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

আরও পড়ুন

×