অর্থনীতি চাপের মধ্যে আছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ প্রয়োজন
মতবিনিময় সভায় বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৪ | ১৯:৪১ | আপডেট: ৩১ মে ২০২৪ | ১৯:৪৮
বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি নানা চক্রান্ত অব্যাহত রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সামনের সময় আরও চ্যালেঞ্জের। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত বন্ধ হয়নি। দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসা প্রয়োজন। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারের বাড়িতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যের বিকল্প নেই। অনেকের মধ্যে কিছু ক্ষত থাকে। এগুলো সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দল হলো আমার প্রধান শক্তি। আমাদের মূল বাধা অতিক্রম করতে হলে দলকে আরও সুসংগঠিত করতে হবে।
দেলদুয়ার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, সামনে বৃষ্টি, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হবে। উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিয়ে তাদের দুর্ভোগ লাঘব করাই আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ। জনগণের কাছে যেতে হবে বারবার। জয় কিন্তু জনগণের ভোটের মাধ্যমেই হয়, জনগণের রায়ে হয়। সেই রায় মেনে আমাদের রাজনীতি করতে হবে, শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যেতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে আহসান ইসলাম বলেন, আমি কোনো প্রতিহিংসা দেখতে চাই না। দল ও দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। মনে রাখতে হবে- আওয়ামী লীগে যারা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, তারা বারবার পরীক্ষা দিই। পরীক্ষা দিয়ে পাস না করলেও আবার পরীক্ষা দেওয়া লাগে। এই পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বিদ্যুৎ ও মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদা সুলতানা পলি।
- বিষয় :
- বাণিজ্য প্রতিমন্ত্রী
- অর্থনীতি