ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রাক্টর-ভটভটি সংঘর্ষে প্রাণ গেল একজনের

ট্রাক্টর-ভটভটি সংঘর্ষে প্রাণ গেল একজনের

ছবি- সমকাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৪ | ১১:২০

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালক মো. তোজাম উদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত মো. সিরাজ আলীর ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালক ছিলেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, আজ সকালে জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠছিলেন। এ সময় তাড়াশ থেকে আসা খড়বোঝাই একটি ভটভটির সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ট্রাক্টরচালক তোজাম উদ্দিন নিহত হন।

এ সময় বিক্ষুব্ধ লোকজন খড়বোঝাই ভটভটিতে থাকা চালকসহ ৩ জনকে আটক করে পুলিশে খবর দেন।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×