ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টানা ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

টানা ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ছবি: সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ১২ জুন ২০২৪ | ১০:১৬ | আপডেট: ১২ জুন ২০২৪ | ১১:১৯

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে টানা ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আবার ২২ জুন শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে।

এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত ওসি অমৃত অধিকারী জানান, কোরবানির ঈদ উপলক্ষে বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

×