ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামের চাক্তাই খালে তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চাক্তাই খালে তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ জুন ২০২৪ | ১৫:০৮

চট্টগ্রামের চাক্তাই খালে তলিয়ে যাওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার নগরের বাকলিয়া থানার রাজাখালী ১৪ নম্বর গলি সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে শিশুটির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, ভোর সাড়ে ছয়টার দিকে এক শিশুর মরদেহ ভেসে আসে। এরপর রাজাখালী ফায়ার স্টেশনের কর্মকর্তারা তার দেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন বলেন, রাজাখালী ফায়ার সার্ভিসের সামনে চাক্তাই চৌদ্দ নম্বর গলির শেষপ্রান্তে খালে মরদেহ ভেসে আসে। শিশুটির বয়স আনুমানিক ১০ বছর। এখনও পর্যন্ত শিশুটির কোনো অভিভাবককে আমরা পাইনি। স্থানীয় লোকজনও কেউ চিনতে পারছেন না। এজন্য পরিচয় শনাক্ত করা যায়নি।

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চাক্তাই খালের মুখে স্লুইস গেট নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জোয়ারের সময় স্লুইস গেটের বাইরে অংশে সাঁতার কাটছিল দুই শিশু। গোসল করতে এক শিশু প্রথমে খালে নামে। এসময় জোয়ার এলে স্রোতের টানে সে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে আরেক শিশু খালে ঝাঁপ দেয়। পরে দু’জনই তলিয়ে যায়। 

স্থানীয় লোকজনের কাছ থেকে দুই শিশু তলিয়ে যাবার খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নগরের বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট সংলগ্ন চাক্তাই খালে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে জোয়ার থাকায় স্রোতের কারণে তল্লাশিতে উদ্ধার সম্ভব হয়নি। বুধবার সকাল থেকে ফের তল্লাশি চালানোর প্রস্তুতি চলাকালীন এক শিশুর মরদেহ ভেসে আসে। তবে অন্য শিশুটির হদিস এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন

×