ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সালিশে মারধর ও জরিমানা করায় মাতবরকে হত্যা: পুলিশ

সালিশে মারধর ও জরিমানা করায় মাতবরকে হত্যা: পুলিশ

মাতবর নাজিম উদ্দীন ফকিরকে হত্যার অভিযোগে গ্রেপ্তার দুইজন। ছবি: সমকাল

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ১২ জুন ২০২৪ | ১৭:২১

সালিশে মারধর ও জরিমানা করায় নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের মাতবর নাজিম উদ্দীন ফকিরকে হত্যা করা হয়। বুধবার দুপুরে সদর মডেল থানা চত্বরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান। 

এ সময় উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের দপ্তরীপাড়া এলাকা থেকে হত্যায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন–বিলভবানীপুর গ্রামের মো. সুজাত আলী এবং রঘুনাথপুর গ্রামের মো. মেহেদি হাসান।

অভিযোগ থেকে জানা গেছে, তিন বছর আগে স্থানীয় এশাক নরসুন্দরকে মারধরের অপরাধে নাজিম উদ্দিনসহ কয়েকজন গ্রাম্য মাতবর সালিশে সুজাত আলীকে মারধর ও ৩০ হাজার টাকা জরিমানা করেন। সেই ক্ষোভ থেকেই সুজাত আলী মেহেদী হাসানকে নিয়ে মাতবরকে হত্যার পরিকল্পনা করে। ১০ জুন রাত ১১টার দিকে নাজিম উদ্দিন ফকির মোটরসাইকেল নিয়ে বিলভবানীপুর মৎসজীবী পাড়ায় একলাসের বাড়িতে সালিশ দরবার করার জন্য যান। সেখান থেকে ফেরার পথে বাড়ির সামনেই আসামিরা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে তাঁর বুক-পেটসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। নাজিম উদ্দিনের চিৎকার ও গোঙানো শব্দ শুনে বাড়ির ভেতর তাঁর ছেলে, স্ত্রীসহ স্বজনরা বের হয়ে তাঁকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। চিকিৎসার জন্য ভ্যানযোগে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ সুপার মো. গাজিউর রহমান বলেন, এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

×