আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেপ্তার, নতুন সংগঠনের খোঁজ

গ্রেপ্তার মো. আসাদুজ্জামান আসিফ ও মোহাম্মদ আব্দুল আহাদ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ০৪:৩৪
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সেখানে বৈঠক করছিলেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়েছে বলে জানায় র্যাব কর্মকর্তারা।
গ্রেপ্তার দুইজন হলেন-পঞ্চগড় সদর থানার খারুয়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. আসাদুজ্জামান আসিফ (২২) ও পাবনার ফরিদপুর থানা আগ জন্তিহার গ্রামের মোহাম্মদ আব্দুল আহাদ (২১)। এদের মধ্যে আসিফ আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার ছাত্র। তাদের কাছ থেকে আনসার আল ইসলাম মতাদর্শের কিছু বইও উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, আইনশৃঙ্খলাবাহিনীর সাঁড়াশি অভিযানে আনসার আল ইসলামের কার্যক্রম স্তিমিত হয়ে পড়েছে। তারা এখন শাহাদাত নামে নতুন জঙ্গি সংগঠন করে সদস্য সংগ্রহ করছেন। যার সদস্য সংখ্যা শতাধিক।
র্যাব জানায়, গত ২৩ মে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৩ রাজধানীর গুলিস্থান ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের ৩ জন সদস্যকে গ্রেপ্তার করে। এরপর তাদের কাছ থেকে আনসার আল ইসলাম মতাদর্শের শাহাদাত নামের নতুন জঙ্গি সংগঠনটির সন্ধান মেলে। আনসার আল ইসলামের শাহাদাত গ্রুপটি পরিচালনা করে সালাহউদ্দিন নামে এক প্রবাসী। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এই গ্রুপের সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিপ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করেন। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৭ এর যৌথ অভিযানে এই গ্রুপের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, ঢাকা থেকে তিনজনকে গ্রেপ্তারের পর সংগঠনটির অন্য সদস্যরা সতর্ক হয়ে যায়। সংগঠনের নিয়ন্ত্রণকারী সালাউদ্দিন সব সদস্যকে নিষ্ক্রিয় হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে নির্দেশনা দেন। তার একটি অডিও রেকর্ডও র্যাবের হাতে আসে। এছাড়া গোরাবা নামে একটি অনলাইন গ্রুপে নিয়মিত মিটিং করার তথ্যও পাওয়া গেছে।
র্যাবের এই কর্মকর্তা জানান, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সদস্যদেরকে উগ্রবাদী করে তোলেন তারা। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর নির্যাতনের ভিডিও, উগ্রবাদী নেতাদের বক্তব্যের ভিডিও ও বই সরবরাহ করেন তারা। ধর্মীয় অপব্যাখা দিয়ে নতুন সদস্য সংগ্রহ করে।শিক্ষিত এবং উঠতি বয়সী উগ্র তরুণদের তাদের সংগঠনে বেড়ানো তাদের টার্গেট।
- বিষয় :
- জঙ্গি
- জঙ্গি সংগঠন