চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গঙ্গাস্নান

কানসাটের পাগলা নদীর তীরে দশহারা গঙ্গাস্নান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ১৪:০১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর তীরে হিন্দু ধর্মাবলম্বীদের জাহ্নমণির দশহারা গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে কয়েকটি জেলার হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ পাপমোচনের আশায় স্নানে অংশ নেন।
দিনব্যাপী এ উৎসবে নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ, কীর্ত্তনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবছর এখানে জ্যৈষ্ঠ মাসের শেষে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিতকায় আজ বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা গঙ্গাআশ্রম ও গুজরঘাটে এসে গঙ্গাদেবীর প্রার্থনা করেন।
স্নান অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। মেলা ঘিরে বসেছে বিভিন্ন প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিস, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ ও খাবার দোকান। বসেছে কীর্তনের জমজমাট আসর।
কানসাট গঙ্গা আশ্রম কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ পাল বলেন, পূর্ব পুরুষদের সময় থেকে এখানে গঙ্গাস্নান ও মেলা হয়ে আসছে। তাদের স্মৃতি ধরে রেখে ভক্তিতে গঙ্গাস্নান করেন আগতরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও গঙ্গাস্নান উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।