ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গঙ্গাস্নান

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গঙ্গাস্নান

কানসাটের পাগলা নদীর তীরে দশহারা গঙ্গাস্নান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ১৪:০১


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর তীরে হিন্দু ধর্মাবলম্বীদের জাহ্নমণির দশহারা গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে কয়েকটি জেলার হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ পাপমোচনের আশায় স্নানে অংশ নেন। 
দিনব্যাপী এ উৎসবে নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ, কীর্ত্তনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবছর এখানে জ্যৈষ্ঠ মাসের শেষে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিতকায় আজ বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা গঙ্গাআশ্রম ও গুজরঘাটে এসে গঙ্গাদেবীর প্রার্থনা করেন।
স্নান অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। মেলা ঘিরে বসেছে বিভিন্ন প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিস, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ ও খাবার দোকান। বসেছে কীর্তনের জমজমাট আসর।

কানসাট গঙ্গা আশ্রম কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ পাল বলেন, পূর্ব পুরুষদের সময় থেকে এখানে গঙ্গাস্নান ও মেলা হয়ে আসছে। তাদের স্মৃতি ধরে রেখে ভক্তিতে গঙ্গাস্নান করেন আগতরা। 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও গঙ্গাস্নান উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


 

আরও পড়ুন

×