ফরিদপুরে চানমারি ঈদগাহে এ. কে. আজাদের ঈদের নামাজ আদায়

ছবি- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৭ জুন ২০২৪ | ১০:২২ | আপডেট: ১৭ জুন ২০২৪ | ১০:২২
ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে ঈদুল আজাহার দুই শতাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭টায় ফরিদপুর শহরের চানমারি ঈদগাহ ময়দানে জেলার প্রধান নামাজ অনুষ্ঠিত হয়। চানমারিতে ফরিদপুরে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদুল আজাহার নামাজ আদায় করেন সদর আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ। পরে তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ফরিদপুর জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তবিবুর রহমান এতে ইমামতি করেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ফরিদপুরের প্রধান ঈদ জামাতে আরও অংশ নেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমসহ জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর পৌরসভা, পুলিশ বিভাগ ও বিচার বিভাগের কর্মকর্তারা।
এর আগে ফরিদপুর জেলায় ঈদের প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকেই কয়েক হাজার মুসল্লি চানমারি ঈদগাহ ময়দানে সমবেত হন।
- বিষয় :
- এ. কে. আজাদ
- ঈদের নামাজ
- ঈদুল আজহা
- ঈদুল আজহা ২০২৪