ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের

মো. আরাফাত। ছবি: সংগৃহীত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৪ | ০৬:২২

চট্টগ্রামের কর্ণফুলীতে কৃত্রিম খেলার মাঠে (টার্ফ) ফুটবল খেলতে গিয়ে মো. আরাফাত (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মইজ্জ্যেরটেক আবাসিকের পাশে গড়ে ওঠা একটি টার্ফে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরাফাত চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুর হোসেন মিয়ার ছেলে। সে চট্টগ্রাম নগরীর মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। এ সময় গোল বারের সঙ্গে ঝুলতে গিয়ে গোল বারসহ খুলে পড়ে যায় ওই কিশোর। গোল বারটি কিশোরের পেটের ওপর পড়লে গুরুতর আহত হয় ওই কিশোর। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, মাঠে খেলতে গিয়ে দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ দেয়নি। মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আরও পড়ুন

×