ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

আহতদের মধ্যে ১৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। ছবি: সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৪ | ১৬:৪৯
টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর এলাকার সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৩ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। গুরুতর আহত দু’জনকে খুলনা ও দু’জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বিকেলে সর্দারপাড়া এলাকায় ফুটবল খেলা চলাকালে আজাহারুল মোল্লা ও বাঘা শেখের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তারা বাড়িতে গিয়ে স্বজনকে বিষয়টি জানালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। এ ছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।
- বিষয় :
- টুঙ্গিপাড়া
- গোপালগঞ্জ
- ফুটবল