স্কুলের সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু

নিহত মোসাম্মৎ নূর। ছবি: সংগৃহীত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৪ | ০২:১৪
কুমিল্লায় একটি বিদ্যালয়ের অরক্ষিত সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসাম্মৎ নূর (৩) একই এলাকার প্রবাসী মোহাম্মদ রিজওয়ান হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, দুই মাস আগে শুরু হয় ওই বিদ্যালয়ে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ কাজ। কিন্তু ঠিকাদার সময়মতো কাজ শেষ করেননি। অর্ধেক কাজ করে ফেলে রাখায় এ দুর্ঘটনা ঘটে।
রসুলপুর এলাকার বাসিন্দা শামীম আহমেদ জানান, কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই কাজ ফেলে রাখা হয়। সেপটিক ট্যাঙ্কের জন্য করা গর্তটি বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় শিশুটি অসাবধানতাবশত গর্তে পড়ে যায়। দুপুর ২টার দিকে নূরের লাশ গর্তে ভেসে ওঠে।
বিদ্যালয়টি বন্ধ থাকায় অভিযুক্ত ঠিকাদার ও প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য জানা যায়নি। তবে
ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ স্বপন আহমেদ বলেন, ‘আমরা বারবার ঠিকাদারকে বলেছিলাম যেন সেপটিক ট্যাঙ্কের নির্মাণ কাজ দ্রুত শেষ করে। ঠিকাদার ও বিদ্যালয় কর্তৃপক্ষ এ মৃত্যুর দায় এড়াতে পারেন না।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক আবদুর রহিম জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিশুটির পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়। তারা মামলা করতে আগ্রহী নন।