ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ওসিকে ধাক্কা মেরে চাকরি হারালেন এএসআই

ওসিকে ধাক্কা মেরে চাকরি হারালেন এএসআই

এএসআই সন্তু শীল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২৪ | ২১:৫৩

গত বছরের ২০ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালি থানার তৎকালীন ওসি জাহিদুল কবিরকে কনুই দিয়ে ধাক্কা মেরেছিলেন এএসআই সন্তু শীল। ওই ঘটনায় সন্তু শীলের চাকরি চলে গেছে। দায়িত্বপালনরত ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অপেশাদারি আচরণ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। 

এর আগে, তাকে সাময়িক বরখাস্ত করে বাগেরহাটের আইআই পুলিশ লাইন্সে যোগ দিতে বলা হয়। কিন্তু অসুস্থতার মিথ্যা তথ্য দিয়ে তিনি ২৯৩ দিন অনুপস্থিত ছিলেন বলে পুলিশের তদন্তে উঠে আসে।

এএসআই সন্তু শীল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখায় কর্মরত ছিলেন। তিনি তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তৎকালীন উপমন্ত্রীকে নিয়ে একটি কর্মসূচিতে যাবার পথে ধাক্কা দেওয়ার ঘটনাটি ঘটে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল ওয়ারীশ সমকালকে বলেন, সন্তু শীলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। 

ধাক্কা মারার ঘটনায় ওসি জাহিদুল থানায় জিডি করার পাশাপাশি এএসআই সন্তুর বিরুদ্ধে সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় সন্তুকে গত বছরের ১২ জুন সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি বাগেরহাট জেলা পুলিশকে জানায় সিএমপি। সিএমপির চিঠি পেয়ে ফকিরহাট থানা পুলিশ তাকে ১৪ জুন ছাড়পত্র দিয়ে জেলা পুলিশ লাইন্সে যোগ দিতে বলে। কিন্তু তিনি ছাড়পত্র নিলেও পুলিশ লাইন্সে যোগ দেননি।

আরও পড়ুন

×